সফলতার সূত্র কি ভাবে কাজ করে? (How success rule works?)

 সফলতার চাবিকাঠি:-

জীবনে সকলেই সফল হতে চান অনেকে সফল হতে চেষ্টা করেন, অনেকে করেন না যারা চেষ্টা করেন তাদের মধ্যে কিছু জন কিছু দূর পর্যন্ত চেষ্টা করে যখন ফল লাভ হয় না, “তখন আমার দ্বারা আর হবে নাএই ভেবে চেষ্টা ছেড়ে দেন আর কিছু জন হন যারা শুরুতে চেষ্টা করে যখন ফললাভ পান না, তবু হাল ছাড়েন না, চেষ্টা চালিয়ে যান, বারবার চেষ্টা চালিয়ে যান এবং শেষপর্যন্ত সফল হন

 আজ আমরা আলোচনা করব সাফল্যের চাবিকাঠি কেন কিছু জন সফল হন... কেন কিছু জন সফল হন না, কেনই বা কিছুজন চেষ্টা করতে গিয়ে আধা রাস্তায় হাল ছেড়ে দেন, কেনই বা শুরুতে কর্ম করেও কোন লাভ হয়না, আজ এসব নিয়ে আলোচনা করব

 যখন কোনো কাজ আরাম্ভ করা হয়,কঠোর চেষ্টা করলেও দেখা যায় শুরুতেই যে লাভ আসবে সেটা সবসময় হয় না, সাধারণ মানুষ যা বোঝেন তা হল যত চেষ্টা করে যাবো, যত শ্রম করে যাব, যত প্রয়াস করে যাব, যত নতুন নতুন অভিজ্ঞতা শিখতে থাকব ততই আমাদের সফলতা বাড়তে থাকবে, এটা সব সময় হয় না আমরা ভাবি ক্রমাগত চেষ্টা এবং ফল লাভের মধ্যে সম্পর্ক নিচের গ্রাফের মত হওয়া দরকার

                                      

চিত্র -1

তার অর্থ হলো, যতই চেষ্টা করা হবে, যতই যতই কাজ করা হবে, সেই হারে ফল লাভ হতে থাকবে, কিন্তু বাস্তবে তা হয় না 


প্রচেষ্টা এবং ফল লাভ এর যা সম্পর্ক তা বাস্তবে নীচের দ্বিতীয় চিত্রের মত

                                       

 চিত্র-2

 

যখন কোন নতুন জিনিস করার চেষ্টা করা হয়, তখন শুরুতে কোন লাভ আসে না, বা খুবই কম আসে  এর কারণ:- যখন আপনি শুরুতে কিছু করছেন, প্রথম আপনাকে সেটা সম্বন্ধে শিখতে হবে, জ্ঞান বৃদ্ধি করতে হবে, জানতে হবে সেটা কি করে করতে হয় ,বুঝতে হবে এবং করতে হবে "এই যে শেখার সময় কাল" এই সময় ফললাভ নাও হতে পারে চিত্রে “A” থেকে “B” এই জিনিসটাই প্রকাশ করছে

 

 এরপর যখন আপনি কিছু শিখলেন সেটা থেকে কিছু ফল লাভের মতো যখন আপনি জ্ঞান কিছু অর্জন করলেন এবং সেই জ্ঞান প্রয়োগ করলেন তখন আপনি কিছু কিছু ফল লাভ  দেখতে পাবেন ধীরে ধীরে আপনার আয় বৃদ্ধি হবে,উন্নতি বাড়তে থাকবে সেটা বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট কোন জায়গায় পৌঁছাবে চিত্রে Bথেকে Cএই জিনিসটাই প্রকাশ করছে

 এরপর আবার দেখতে পাবেন আর আয় বৃদ্ধি  হচ্ছেনা বরং কিছু লস লোকসান হচ্ছে  এ সময় যেটা হয়  সম্মুখে আগত চ্যালেঞ্জ বা বাধা আপনার জ্ঞানের থেকে বেশি হয়ে যায় এবংআপনার  জ্ঞান ওই চ্যালেঞ্জকে প্রতিহত করতে পারে না, তখন আবার আপনার ক্ষতি হতে শুরু ক    চিত্রে “C” থেকে “D”   এই ক্ষতি জিনিসটাই প্রকাশ করছেযখন আপনি বুঝতে পারেন সেই পয়েন্টটা পয়েন্ট “D” নির্দেশ করছে 

এবার আপনি সজাগ হয়ে যাবেন, আপনি আবার খুঁজতে শুরু করবেন কেন এই লোকসান হচ্ছে ? আপনি আবার চেষ্টা করবেন এই লোকসান কে কিভাবে বন্ধ করে আবার রোজগার করা যায়! তখন আপনি আবার নতুন জ্ঞানের সন্ধান, নতুন শিক্ষকের সন্ধান করবেন, সেই লোকসান দূর করে লাভ আনতে চেষ্টা করবেন এবং নতুন জ্ঞান  শিখতে থাকবেন চিত্রে“D”থেকে “E”এই পর্যন্ত এই নতুনভাবে শেখার সময় কে নির্দেশ করছে এসময় আবার আপনার কোনো লাভ হবেন না

 যখন “E” পয়েন্ট এ আপনার শেখা শেষ হলো, সেই বাধাকে অতিক্রম করার জন্য আপনার যথেষ্ট জ্ঞান অর্জন হল, তখন আবার আপনার লাভ হতে থাকবে  আপনি উন্নতি করতে থাকবেন   চিত্রে “E” থেকে “F” লাভবৃদ্ধির সময় কালকে নির্দেশ করছে এই

  এরপর উন্নতি হতে হতে আবার আপনি নতুন বাধার সম্মুখীন হবেন এবং সেই বাধা অতিক্রম করতে না পেরে আবার সামান্য ক্ষতি হবে চিত্রেচিত্রে “F” থেকে “G” এই ক্ষতিকে নির্দেশ করছে

 এবার আবার আপনি বুঝতে পারছেন আপনাকে আবার নতুন জ্ঞান অর্জন করতে হবে এ বাধাকে অতিক্রম করতে এবার আপনি আবার নতুন জ্ঞান অর্জন করবেন নতুন শিক্ষালাভ করবেন ওই বাধা অতিক্রম করতে চিত্রে“G” থেকে “H”  এই নতুন শিক্ষালাভের সময়কাল নির্দেশ করছে

 

 এবার যখন আপনি যথেষ্ট জ্ঞান অর্জন করলেন ওই নতুন বাধাকে অতিক্রম করতে, তখন আপনি সেই বাধা অতিক্রম করে আবার ফললাভ পেতে থাকবেন চিত্রে “H” থেকে “I” এই ফল লাভ এর সময়কালকে নির্দেশ করছে

 

 এই ভাবেই লাভ ক্ষতি পেরোতে পেরোতে আপনার বৃদ্ধি এই ভাবেই ওঠানামা করতে করতে উন্নতির গ্রাফ বেড়েই চলবে এটাই হচ্ছে জীবনে উন্নতি এবং প্রচেষ্টার মধ্যে বেড়ে চলার পদ্ধতি এইজন্য বিশ্বাস করতে হবে যে, প্রচেষ্টা করলেই বা নতুন জ্ঞান প্রয়োগ করলেই শুধুই যে লাভ হবে সেটা নয় পদ্ধতির মধ্যে লাভ য়েছে, লোকসান ও রয়েছে এবং এমন সময় ও রয়েছে যখন লাভ-ক্ষতি কিছুই হবে না এই ভাবেই বৃদ্ধি চলতে থাকে

 সাধারণ মানুষ এটা বোঝেন না তারা ভাবেন চেষ্টা করলাম লাভ হল না, তারমানে আমার কপালে নেই, আমার দ্বারা হবে না এই ভেবে তারা হাল ছেড়ে দেন এবং জীবনে কোনদিন উন্নতি লাভ করতে পারেন না আর যারা উন্নতির এই পদ্ধতিটা বুঝতে পারেন, তারা কোনোমতেই চেষ্টা করতে ছাড়েন না প্রাণ পন ভাবে চেষ্টা চালিয়ে যান এবং সফলতা লাভ করতে করতে সাফল্যের চরম শিখরে পৌঁছান

 

 

আলোচ্য বিষয়টিভালো লাগলে, অবশ্যই লাইককরবেন, “শেয়ারকরবেন, কমেন্ট করবেন ধন্যবাদ।।



আরো পড়ুন:Ratan Tata, Mukesh Ambani, Azim Premji, Gandhiji, Mandella, Kalam's Quotes

                      Motivational And Inspirational Quotes For Success

                      Dan Lok's Advice  For Success ,   14 Risks you must take for Success

                      চিন্তন করুন এবং সফল হন ,  কেন করবেন ? সেটা জেনে তবেই কাজটি করুন , 

                      জীবনে কম্পাউন্ড ইফেক্ট এর প্রভাব , বাধার মধ্যে দিয়ে পেরিয়েই সফলতা আসে ,

                      অহংকার হলো চরম শত্রু , আত্মজ্ঞান কি , শ্রীমদ্ভাগবত গীতা সার ,

                     আকর্ষণ সূত্র , সফল না হওয়া পর্যন্ত চেষ্টা ছাড়বেন না , সফল ব্যক্তিদের 11 টি গুন্ , 

                সফলতার ১০ টি সূত্র , ১০ গুন্ সফল হবেন কিভাবে ?জীবনের আশ্চর্জজনক রহস্য ,

                ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে বড় লক্ষ্য প্রাপ্তি , 

                মহান ব্যক্তিদের সাতটি অভ্যাস

                ব্যবসার জন্য মুদ্রা লোন PMMY  Loan ,  Inner Engineering by Sadguru Jaggi Vasudev



For Motivational Articles In English visit..... www.badisafalta.com


Post a Comment

0 Comments