আমেরিকার ৪৫ তম রাষ্ট্রপতি "ডোনাল্ড ট্রাম্প" এর সফলতার ১৫ টি সূত্র(Donald Trump's 15 rules for success)

 

"ডোনাল্ড ট্রাম্প" এর সফলতার ১৫ টি সূত্র:-

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পয়তাল্লিশ তম প্রেসিডেন্ট, যিনি আগে ছিলেন বিখ্যাত রিয়েল এস্টেট বিজনেস ম্যান, যার বর্তমান সম্পত্তি 2.1 বিলিয়ন ডলার এবং বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট রয়েছেনতিনি প্রথমে রিয়েল এস্টেট এবং কনস্ট্রাকশন বিজনেস এ সফল হন এবং বর্তমানে আমেরিকার রিপাবলিক পার্টির পক্ষ থেকে জয়ী হয়ে আমেরিকার প্রেসিডেন্ট আছেন সফলতার পেছনে তাঁর যে গুন্ গুলি রয়েছে সেই গুন্ সম্বন্ধে জানবো

 

পয়েন্ট1:-ডোনাল্ড ট্রাম্প যেটা বলেন, যে জীবনে বড় কিছু করতে গেলে নিজের স্বপ্নকে ধাওয়া করা উচিত তিনি বলেন যে তিনি টাকা রোজগারের উদ্দেশ্যে রিয়েল স্টেট বিজনেসকরেন নি তিনি সেই পেশাটা এই জন্য বেছে নিয়েছিলেন কারণ তিনি সেই পেশাকে ভালোবাসেন তিনি বলেছেন যদি আপনি নিজের পেশাকে ভালো না বাসেন, আপনার পেশার প্রতি যদি আপনার প্রেম না থাকে, তাহলে তাহলে নিজের পেশায় অথবা ব্যবসায়যখন লোকসান আসবে অথবা কঠিন পরিস্থিতির  সম্মুখীন হতে হবে তখন আপনি ধৈর্যহারা হয়ে যেতে পারেন, আপনি নিরাশ হয়ে ব্যবসা ছেড়ে চলে যেতে পারেন সেইজন্যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে পেশা আপনি গ্রহণ করবেন সে পেশাকে ভালবাসতে হবে তবেই আপনি কঠিন পরিস্থিতির মধ্যেও চেষ্টা চালিয়ে যেতে পারবেন জীবনের যাত্রা যখন শুরু করেছেন, তখন হাল ছাড়বেন না আপনার জীবনে যাই লক্ষ্য হোক না কেন, যদি আপনি ঠিক করে ফেলেছেন যে আমার জীবনে একটাই লক্ষ্য, তাহলে এগিয়ে চলুন কখনো হাল ছাড়বেন না, আশা ছাড়বেন না

 

পয়েন্ট2:- আপনি যা করবেন বা যে ব্যবসাটাই করবেন তার খুটি নাটি সবকিছু আপনাকে জানতে হবে সেটা সম্বন্ধে আপনাকে জ্ঞান রাখতে হবে, যদি আপনি যথেষ্ট জ্ঞান না রাখেন, তাহলে লোকসানের সম্ভাবনা বেশি থাকবে আপনি যে কাজটি করবেন সেটাতে তীক্ষ্ণ নজর রাখতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে  সেই পেশাসম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং তার মাধ্যমেই উন্নতি আসবে অনেকে ভাবেন যে যেটা প্রাপ্তি হয়, সেটা ভাগ্যের জোরে বাস্তবে কিন্তু সেটা নয়, কর্ম থেকেই ভাগ্য আসে অতএব কেউ যদি কঠোর পরিশ্রম করে, কঠোর চেষ্টা করে সেটা সম্বন্ধে জ্ঞান অর্জন করে, সেটাকে কাজে লাগিয়ে নিজের কর্ম করে যান, তাহলে অবশ্যই ফল লাভ হবে অবশ্যই রোজগার হবে এটা সত্যি যে কর্ম করেই ভাগ্য লাভ পাওয়া যায়

 

পয়েন্ট3:-কখনো কখনো আপনাকে সমাজের ভিড় থেকে আলাদা ভাবতে হবে, আলাদা চলতে হবে বেশিরভাগ লোকই কোন জিনিসকে সমর্থন করার অর্থ এই নয় যে, সেই জিনিসটা সঠিক সেটা ভুলও হতে পারে, বা তার থেকে ভালো কোনো পরামর্শ আপনার কাছে থাকতে পারে যখন সেটা ভুল তখন তার সমর্থক যতজনই হোক না কেন, আপনি যদি ঠিক থাকেন তাহলে আপনার উন্নতি হবে মাইক্রোসফট বলুন, গুগোল বলুন বা এমনি অনেক কোম্পানি ঢেউয়ের প্রতিকূলে গিয়ে নতুন জিনিস তৈরি করেছেন আপনার প্রতি আপনার যদি  নিজস্ব আত্মবিশ্বাস থাকে যে আপনি যা করছেন সেটা ঠিক করছেন, আপনি যা করছেন সেটা সমাজে মূল্য প্রদান করবে, তাহলে আপনি অবশ্যই সফল হবেন

 

 পয়েন্ট4:-ডোনাল্ড ট্রাম্প বলছেন আপনি যেটা করছেন মাঝ-রাস্তায় কখনো হাল ছেড়ে দেবেন না যতক্ষণ না ফললাভ হয় করে যেতে হবে মনে হতে পারে পরিস্থিতি খুব খারাপ, মনে হতে পারে আর সম্ভব নয়, মনে হতে পারে ছেড়ে দিই কিন্তু ছাড়বেন না যখন আপনার মনে হচ্ছে পদক্ষেপটা সঠিক পদক্ষেপ, তখন  আপনার ভেতরে মনের জোর থাকতে হবে, কারণ আপনার যে উদ্দেশ্যে আপনি কাজ করছেন সেটা যদি সঠিক হয় তাহলে ছেড়ে দেওয়া যাবে না, সফলতা আসবেই

 

পয়েন্ট5:- ডোনাল ট্ট্রাম্প বলছেন স্বরোজগার বা ব্যবসা করতে হলে যে গুণটি থাকা অতি আবশ্যক সেটি হল-“মানসিক চাপ সহ্য করার ক্ষমতা যদি আপনি মানসিক চাপ সহ্য করতে না পারেন তাহলে ব্যবসায় যখন উত্তর চড়াও হবে তখন চাপ সহ্য করতে পারবেন না ব্যবসায় কখনো লাভ হতে পারে কখনও লোকসান হতে পারে তাই চাপ সহ্য করার ক্ষমতা চাই অনেক উচ্চশিক্ষিত লোক রয়েছেন অনেক জ্ঞানী-গুণী রয়েছেন যাদের চিন্তাধারা চিন্তাশক্তি খুব প্রখর কিন্তু চাপ সহ্য করার শক্তি না থাকায়, ব্যবসা করতে পারেন না এরকম যে ব্যক্তির মধ্যে গুণগত মান ভালো অথচ মানসিক চাপ সহ্য করতে পারে না এরকম ব্যক্তিদের স্বাধীন কাজ না করে কোন অর্গানাইজেশন বা কোন কোম্পানির বা সরকারি কোম্পানির অধীনে কাজ করলে ভালো হয়

 

পয়েন্ট6:- কখনোই সময় নষ্ট করে বসে থাকবেন না, সময় খুব মূল্যবান জিনিস চলে গেলে ফিরে আসেনা তাই প্রতিমুহূর্তে সময়কে মূল্য দিতে হবে সব সময় কিছু করার চেষ্টা করুন, যা সমাজের কিছু বড় কোনো প্রয়োজন কে পরিপূর্ণ করবে, অথবা সমাজের কোন  বড় সমস্যা কে সমাধান করবে সাধারণ লোকেদের মত থেকে কোন লাভ নেই জীবনে বড় কিছু লক্ষ্য নির্ধারণ করুন এবং তার জন্য কাজ করে যান

 

 পয়েন্ট7:- সুস্থ থাকুন' ডোনালট্রাম বলছেন জীবনে উন্নতি করতে গেলে আপনার শরীরকে সুস্থ রাখতে হবে কারণ শরীর সুস্থ না থাকলে আপনি কিছুই কাজ করতে পারবেন না, সেই জন্য সুস্থ থাকুন ডোনালট্রাম বলছেন আমি মদ খাই না, সিগারেট খাই না, কোন নেশা করি না এবং তার প্রয়োজনও পড়ে না এবং যদি পরিস্থিতিকে মোকাবিলা  করার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন  তাহলে আপনাকে নেশা করার  দরকার পড়বে না

                                      

Image source:-www.express.co.uk

পয়েন্ট8:-  ডোনাল্ড ট্রাম্প ছোট-বড় সব ব্যবসার জন্য উপদেশ দিয়েছেন  ব্যবসার প্রডাক্ট এর গুণগত মান থাকা অতি আবশ্যক, কারণ প্রোডাক্টের কোন যদি সঠিক না থাকে, তাহলে সেটা সঠিক প্রয়োজনীয়তা মেটাতে পারবে না আপনার যদি প্রোডাক্টের গুণগত মান ভালো আছে, তাহলে আপনার দ্বিতীয় কাজ হল- সেই প্রোডাক্ট সম্বন্ধে সারা বিশ্বকে জানিয়ে দেওয়া যাতে যার প্রয়োজন সেটটা সংগ্রহ করে নিতে পারেন তিনি বলেন তার জানা পরিচিত একজন সংগীতশিল্পী আছেন তার দক্ষতা অনেক, খুব সুন্দর গান করেন, কিন্তু লোকে তাকে চেনে না কিন্তু তার থেকে কম দক্ষ অনেক সংগীতশিল্পী অনেক সুনাম করেছেন, পরিচিতি লাভ করেছেন, বিখ্যাত হয়েছেন, কারণ সে শিল্পী তার দক্ষতা অন্যকে জানিয়ে দিতে পেরেছেন, অন্যের কাছে পৌঁছাতে পেরেছেন, ওই দক্ষ শিল্পী যেটা পারেননি সেই জন্যই তিনি বলছেন-আপনার যদি ভালো গুণ থাকে, অথবা কোনো ভালো প্রোডাক্ট আপনি তৈরি করেন, তাহলে সেটা সবাইকে জানাতে হবে, যাতে অন্যরা সেটা উপভোগ করতে পারেন সেই জন্যেই প্রচার করা খুব জরুরী

 

 পয়েন্ট9:-  ডোনাল্ড ট্রাম্প বলছেন আপনি যে পেশাতেই দক্ষতা লাভ করুন না কেন, যে পেশাতেই আপনি দক্ষতা লাভ করতে চান না কেন আপনার একজন অভিজ্ঞ শিক্ষক(mentor) অবশ্যই দরকার যিনি সময় সময় আপনাকে পথ প্রদর্শন করবেন, বা অসুবিধার সময় আপনার পথ প্রদর্শন করবেন

 

পয়েন্ট10:- ডোনাল্ড ট্রাম্প বলেন কোন কিছু কাজ করতে গিয়ে, দেরি করবেন না অনেক জনেরই মাথায় ভালো ভালো আইডিয়াআছে, ভালো ভালো পরামর্শ আছে, ভালো ভালো চিন্তা ধারা আছে, কিন্তু সেই চিন্তা ধারা ওই ব্যক্তিরা বাস্তবে রূপায়িত করতে ভয় পান কারণ সেই চিন্তা ধারা কে  বাস্তবে রূপায়িত করতে গেলে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, মানসিক ব্যথা অনুভূতি হয় সেই বাধা অতিক্রম করে আপনি যেটা করতে চান যে তার বাস্তব রুপ দেওয়া দরকার, ভয়ের সম্মুখীন হয়ে, ভয় কে অতিক্রম করে, কাজে মনোনিবেশ করা দরকার

 

পয়েন্ট11:- ডোনাল্ড ট্রাম্প বলেন আপনার সফলতা বা ব্যর্থতার কারণ আপনি নিজে আপনার ব্যর্থতার জন্য অন্য কাউকে দায়ী করবেন না পদক্ষেপ নিতে গিয়ে কখনো কখনো ভুল হবে এটা স্বাভাবিক সব সময় সবকিছু সঠিক হয় না, তাই কারো নিন্দা করবেন না যারা ঝুঁকি নিতে পারেন এমন ব্যক্তি খুব তাড়াতাড়ি সফল হন নিজেকে বাস্তববাদী হতে শিখুন বিপদের মুখে ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে শিখুন যারা অভিযোগ করতে অভ্যস্ত দেখুন বাস্তবে তারা নিজে কিছু করে না জীবনে বড় কিছু করতে হলে, তার জন্য নতুন পদক্ষেপ নিতে হবে এবং সে ক্ষেত্রে পিছিয়ে পড়লে চলবে না, পরিস্থিতি পরিস্থিতি খারাপ এই ভেবে নিজের নিজের লক্ষ্য থেকে বিচলিত হবেন না আপনি অনেকবার অসফল  হতে পারেন, আপনার আর্থিক অবনতি ঘটতে পারে, আপনার আর্থিক পুঁজি ও না থাকতে পারে তবুও আপনাকে এগিয়ে যেতে হবে, পরিস্থিতির মোকাবিলা করতে হবে খারাপ পরিস্থিতি থেকে আপনি কিভাবে বেরিয়ে এসে নিজের লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবেন, সেটাই আসল কথা

 

পয়েন্ট12:- আপনার জীবনের লক্ষ্য পরিপূর্ণ করতে যে যাত্রা, সেযাত্রা কে আনন্দদায়ক করতে শিখুন আপনার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে যে যাত্রা, সেটা যেন আনন্দদায়ক হয় আপনি সপ্তাহের প্রত্যেকটি দিনই উপভোগ করার জন্য দাবিদার কোন দিনটি যেন খারাপ অনুভব না হয়, সেই জন্য আপনাকে এমন কাজ করতে হবে যা সমাজের ক্ষেত্রে উপকারী

 

পয়েন্ট13:- যেহেতু আপনি কিছু না কিছু করার জন্য ভাবছেন, তাহলে সেটা বড় হব বড় কিছু  যা সমাজের কোন একটি বড় সমস্যার সমাধান করবে, অথবা সমাজকে নতুন দিশা দেখিয়ে উন্নতির পথে নিয়ে যাবে উদ্দেশ্য যেন বড় হয়, সেটা পূর্ণ করতে সময় বেশি লাগে লাগুক, বেশি পরিশ্রম করতে হয় হোক, নতুন জিনিস শিখতে হয় হোক, তবুও সেই উদ্দেশ্য বা লক্ষ্য যেন এমন হয় যে সমাজের বড় কিছু পরিবর্তন আনবে বড় কিছু সমস্যার সমাধান করবে

 

পয়েন্ট14:- যদি আপনি কিছু বড় করতে চান, সমাজের বড় সমস্যা সমাধান করতে চান, তাহলে দেখবেন সেই উদ্দেশ্য সফল করা একার দ্বারা সম্ভব নয় আপনার তার জন্য দরকার একটি দক্ষ দল যারা আপনার সহযোগী হবে আপনি কি হতে চান বাকি করতে চান সেটা আপনার কাছে পরিষ্কার থাকা খুব জরুরী

 

পয়েন্ট15:- ডোনাল্ড ট্রাম্প  বলেন জীবনে অনেক সুযোগ আসে সুযোগ শেষ হয় না সেই জন্য মস্তিষ্ক খোলা রাখুন খোলা মনে থাকুন দেখবেন সুযোগ আসছে অনেকে ভাবেন টাকা রোজগার করতে গেলে টাকা দরকার সেটা বাস্তব নয় আপনাকে বিশ্বাস করতে হবে যে জীবনে সুযোগ বার বার আসে যদি আপনি বিশ্বাস করেন সুযোগ আছে, তাহলে সে সুযোগ খুঁজে বের করার জন্য আপনার চোখ খোলা থাকবে কিন্তু যদি আপনি বিশ্বাস করেন সুযোগ আসেন না, তাহলে আপনি সুযোগের খোঁজ ই  লাগাবেন না, খোজ করতে যাবেন ই না সেই জন্য বিশ্বাস থাকা খুব জরুরী

 

যদি আলোচ্য বিষয়টিভালো লাগে তাহলে অবশ্যই লাইককরুন, “কমেন্টকরুন, “শেয়ারকরুন

 ধন্যবাদ।।

 


আরো পড়ুন:Finish what you Start. ,  Five ghosts of fear,   Rules for Success

                      How Success Rule works? ,  7 Habits of Highly Effective People ,

                      Ratan Tata, Mukesh Ambani, Azim Premji, Gandhiji, Mandella, Kalam's Quotes

                      Motivational And Inspirational Quotes For Success , THE 10X RULE

                      Dan Lok's Advice  For Success ,   14 Risks you must take for Success

                      চিন্তন করুন এবং সফল হন ,  কেন করবেন ? সেটা জেনে তবেই কাজটি করুন , 

                      জীবনে কম্পাউন্ড ইফেক্ট এর প্রভাব , বাধার মধ্যে দিয়ে পেরিয়েই সফলতা আসে ,

                      অহংকার হলো চরম শত্রু , আত্মজ্ঞান কি  ,

                     আকর্ষণ সূত্র , সফল না হওয়া পর্যন্ত চেষ্টা ছাড়বেন না , সফল ব্যক্তিদের 11 টি গুন্ , 

                সফলতার ১০ টি সূত্র , ১০ গুন্ সফল হবেন কিভাবে ?জীবনের আশ্চর্জজনক রহস্য ,

                ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে বড় লক্ষ্য প্রাপ্তি , 

                মহান ব্যক্তিদের সাতটি অভ্যাস , How to "IKIGAI"?

                ব্যবসার জন্য মুদ্রা লোন PMMY  Loan ,  Inner Engineering by Sadguru Jaggi Vasudev

                       আকর্ষণের সূত্র  , ডোনাল্ড ট্রাম্প এর সফলতার ১৫ টি সূত্র , 


For Motivational Articles In English visit..... www.badisafalta.com

   

 


           

 

Post a Comment

0 Comments