সফল না হওয়া পর্যন্ত চেষ্টা ছাড়বেন না(Don't quit unless you win):-

 প্রথম চেষ্টাতেই কোনো কাজ সফল হবে”, এটা সবসময় হয় না, অনেকবার প্রচেষ্টাও করতে হতে পারে:-

শুধুমাত্র একটি আকাঙ্ক্ষা আপনার জীবনে  নিরাশা ডেকে  আনতে পারে সেটি হল, “প্রথম চেষ্টাতেই কোন কাজে সফল হবার আকাঙ্ক্ষা।  তাই,সফল না হাওয়া পর্যন্ত চেষ্টা ছাড়বেন না  

  ছোটবেলা থেকে যখন স্কুলে পড়াশোনা হয়, এমন হয় যে, প্রথমবার চেষ্টা করে পরীক্ষায় পাস  করতে না পারলে সেটা অভিভাবকরা খারাপ চোখে দেখেন কোন ছেলে কোন ক্লাসে স্কুলে পড়াশোনায় প্রথম চান্সে পাশ করলো না, ফেল করলো, তারমানে অভিভাবকরা  ভাবেন.. “এর অর্থ ছেলেটির মধ্যে যোগ্যতা নেই, ছেলেটি নষ্ট হয়ে গেছে, আর সে পাস করতে পারবে নাবাস্তবে কিন্তু সেটা নয় প্রথম চান্সে অসফল হওয়ার কারণ একটাই হতে পারে যে ছেলেটি পাস করার জন্য যা জ্ঞান দরকার সে জ্ঞান আয়ত্ব করতে পারেনি অথবা ছেলেটির মধ্যে সে জ্ঞান থাকলেও পরীক্ষার হলে সে লিখতে পারেনি সে লিখতে না পারার কারণ এও হতে পারে যে সে ঘাবড়ে গিয়েছিল, মন চঞ্চল হয়ে গিয়েছিল, তাই লিখতে পারেনি অসফল হওয়ার অনেক কিছুই কারণ হতে পারে হতে পারে তার শরীর খারাপ ছিল

সেই জন্য কোন ছাত্র খারাপ ফেল করে যাওয়া তার মানে এই সিদ্ধান্তে আসা উচিত নয়  যে সে দ্বিতীয় বার পাশ করতে পারবে না

 বাস্তবে তার উপর একটা মিথ্যা প্রভাব ফেলে দেওয়া হয় যে, সে ফেল করলো, অসফল হল, তারমানে  সে আর সফলহতে পারবে না, বা তারমানে সফল হওয়ার সক্ষমতা তার কাছে নেই বাস্তবে কারো কাছে যদি সফল হওয়ার ক্ষমতা না থাকে সেটার অর্থ হলো যে তখন সে সক্ষম নেই কিন্তু পরে যে সে সক্ষমতা অর্জন করতে পারবে না, এটা বলা যাবে না এখন তার কাছে সে সক্ষমতা নাও থাকতে পারে, কিন্তু চেষ্টা করলে সে সেই সক্ষমতা অর্জন করতে পারবে এই জিনিসটি সাধারণ জনতা বুঝতে পারেন না যেসব ব্যক্তি ভালোভাবে সফল হয়েছেন তারা কিন্তু এই জিনিসটা বুঝেছেন

 

 এখন কথা হচ্ছে স্কুল জীবনের এই যে চিন্তা ধারা পরবর্তী যখন বাস্তব জীবনে আসে তখন বেশিরভাগ যুবকদের মধ্যেই  সেই ছাত্র জীবনের প্রভাব গেঁথে যায় এবং মনে তাদের অবচেতন মনে এটা বিশ্বাস হয়ে যায় যে, “বাস্তব জীবনেও তাদেরকে এক প্রচেষ্টাতেই সফল হতে হবে”,সেটা না পারলে সমাজ তাদের খারাপ চোখে দেখবে এই বিশ্বাস তাদের জীবনে ভীতি সঞ্চার করে, এবং যখন বাস্তব জীবনে কোনো কাজ সমাধানের জন্য পদক্ষেপ নিতে হয়  তখন তারা ভয় এই ভেবে যে, যদি প্রথম চান্সে না করতে পারি লোক হাসবে, লোক আমার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবে এবং লোক খারাপ ভাববে এই ভয়ে বাস্তব জীবনে যখন কোনো প্রয়াস করতে হয়, তখন অনেক ব্যক্তি কাজে হাত লাগাতে ভয় পান প্রথম চান্সে সফল হওয়া বা  প্রথম চান্সে সঠিক হওয়াএই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা জীবনে অন্ধকার ডেকে আনে কারণ এই আকাঙ্ক্ষা  নতুন পদক্ষেপ নিতে ভয় পাইয়ে দেয়

                                       

Image source:http://rylaridistrict3211.yolasite.com

যারা জীবনে সফল হয়েছেন  তাঁরা এই ভয় কাটিয়ে উঠেছেন  তারা বুঝেছেন  যে প্রথম বারেই  পাস করতে হবে, বা সফল হতে হবে, এটা কোন লিখিত নিয়ম নেই হতে পারে প্রথমবারে না হোক দ্বিতীয়বারে হবে, তৃতীয়বারে হবে, চতুর্থবারে হবে, যতবারই চেষ্টা করা হোক না কেন, যদি এটা নিশ্চিত যে ওই কাজটি করা খুব দরকার”, তাহলে যতবারই লাগুক না কেন চেষ্টা করেই যেতে হবে এবং কাজটি সমাধা করতে যদি  প্রথমবারে পারা না যায়, তাহলে বুঝতে হবে- ওই কাজটি যদি করার জন্য যে যথেষ্ট দক্ষতা বা জ্ঞান  দরকার, সেটি  আপনার কাছে নেই সেজন্য আপনাকে পরিশ্রম করে সেই জ্ঞান অর্জন করতে হবে বা দক্ষতা অর্জন করতে হবে প্রয়োজন  হলে আপনাকে কোন অভিজ্ঞ শিক্ষকের কাছে যেতে হবে, বা কোনো ব্যক্তির কাছে যেতে হবে যিনি  যিনি ওই ধরনের কার্যক্ষেত্রে আগে থেকেই সফল আছেন, তার কাছ থেকেই ওই ব্যাপারে জ্ঞান পাওয়া যেতে পারে কখনও সেই মহান সফল ব্যক্তিদের লেখা বইথেকে বা সেই সফল ব্যক্তিদের উপদেশাবলীথেকে সে জ্ঞান অর্জন করা যেতে পারে

 

দ্বিতীয় কাজ হল  জ্ঞান  অর্জন  করার পর সেই জ্ঞানকে কর্মে রূপান্তরিত করতে হবে জ্ঞান ছাড়াও হয়তো কোন যন্ত্রপাতি বা কোনো সাধারণ বস্তুর প্রয়োজন হতে পারে যদি সেটা দরকার, সেটাও জোগাড় করতে হবে, যদি অর্থ দরকার সেটাও জোগাড় করতে হবে এই সব বস্তু জোগাড় করে যদি সঠিকভাবে কর্মটি করা যায়, তাহলে সফল হতে বাধ্য  এই সব কার্য করার জন্য অনেকবার চেষ্টা করতে হতে পারে তাই বলে এটা ভাববেন না... একবার অসফল হয়ে যাওয়ার অর্থ  সারা জীবনের জন্য অসফল হওয়া, এটা ভাবা ভুল

 

আর একটি কথা মনে রাখতে হবে একটি সুযোগ এসেছিল তাই বলে আর সুযোগ পাব না,এটা ভাবাও ভুল  আপনার জীবনে সুযোগ বার বার আসবে, বিভিন্ন সময়ে সুযোগ বিভিন্ন চেহারা  নিয়ে আসবে শুধু চোখ খোলা রাখুন চিন্তাশক্তি খোলা রাখুন

আপনি এরকম ভাববেন না যে ভাগ্যের জোরে একবার সুযোগ পেয়েছিলাম, দ্বিতীয়বার আর পাব না সুযোগ আপনি বারবার পাবেন আপনার ভাগ্য যদি নাও থাকে, তবে সে ভাগ্য তৈরি করা যায় কর্মের মাধ্যমে কারণ ভাগ্য কর্ম দিয়ে তৈরি হয় অতএব কর্ম করে যান, আপনার যদি ভাগ্য নাও থাকে ভাগ্য তৈরি হয়ে যাবে এবং আপনি আপনার উদ্দেশ্য সফল হতে পারবেন

Post a Comment

0 Comments