কেন এই www.swarojgarvikash.com ওয়েবসাইট টি তৈরি করা হলো ?

 কেন এই www.swarojgarvikash.com ওয়েবসাইট :-

এই www.swarojgarvikash.com ওয়েবসাইটটি হল "আত্মনির্ভর ভারত" অভিযান কে দ্রুততর সফল করার উদ্দেশ্যে একটি পদক্ষেপ সমগ্র পশ্চিমবঙ্গবাসী তথা সমগ্র ভারতবাসীকে স্বনির্ভর করার উদ্দেশ্যে আমাদের ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় যে আত্মনির্ভর ভারত প্রকল্পএর ঘোষণা করেছেন তার উদ্দেশ্যই হলো যে ভারতের প্রত্যেক নাগরিকের স্বরোজগার এর ব্যবস্থা করা এবং দেশের অর্থনৈতিক কাঠামো কে সুদৃঢ় করা ভারতবর্ষকে সবথেকে শক্তিশালী এবং প্রভাবশালী দেশে পরিণত করাই এর উদ্দেশ্য  

 স্বরোজগার বিকাশ ওয়েবসাইট টি এই আত্মনির্ভর ভারত অভিযান প্রকল্প কে তাড়াতাড়ি ফলপ্রসূ করার উদ্দেশ্যে শুরু করা হয়েছে কোন ব্যক্তির সফল হওয়া বা নিজে কিছু করে স্বনির্ভর হওয়ার  পেছনে  সবথেকে যে জিনিসটি দরকার সেটা হলো মানসিক ইচ্ছাশক্তি  যখন কোন ব্যক্তির মনে ইচ্ছা হয় যে আমাকে নিজে রোজগার করতে হবে অথবা চাকরি করে রোজগার করতে হবে অথবা ব্যবসা করে স্বনির্ভর হতে হবে ,যাই সে পরিকল্পনা করুক না কেন সেটা ফলপ্রসূ করতে সব থেকে যেটা প্রথমে প্রয়োজন সেটা হলো মানসিক ইচ্ছা  ইচ্ছা থাকলেই নিজের  লক্ষ্যকে সাফল্য করতে পরিকল্পনা তৈরি হয় এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে কাজ করতে হয়  তাই এক্ষেত্রে ইচ্ছাশক্তি খুব গুরুত্বপূর্ণ  ইচ্ছা না জাগলে বা জীবনের লক্ষ্য তৈরি না হলে, তার জন্য পরিকল্পনা জন্মায় না ইচ্ছার সাথে যেটা দরকার সেটা হলো মানসিক শক্তি  ইচ্ছা  থেকেও যদি কেউ মানসিকভাবে দুর্বল থাকেন তাহলে তিনি নিজের ইচ্ছা কে বা নিজের লক্ষ্য কে বাস্তব  রূপ দিতে ভয় পাবেন তার ফলে ওই ইচ্ছা বা ঐ লোকের লক্ষ্য এর জন্য পরিকল্পনা তৈরি হবে না যদি মানসিক শক্তি সবল থাকে তাহলে ইচ্ছা থেকে তৈরি হয় ইচ্ছা বা লক্ষ্যকে  বাস্তবায়িত করার পরিকল্পনা এবার এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে প্রয়োজন সাধন বস্তুর সে সাধন বস্তু জ্ঞান হোক, যন্ত্রপাতি হোক, অথবা অন্য কোনো ব্যক্তি বা বস্তু ওই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে প্রয়োজন হয় ঐসব উপাদানেরএবং ঐসব উপাদানের জোগাড় করার জন্য অথবা লক্ষ্যবস্তুকে বাস্তবায়িত করার জন্য প্রয়োজন হয় কর্ম, প্রয়োজন হয় কঠোর শ্রম এতসব কিছু করে তবেই মনের মধ্যে জেগে ওটা লক্ষ্য বাস্তবায়িত হতে পারে

                                                                                

এই www.swarojgarvikash.com ওয়েবসাইটের মাধ্যমে আমরা চেষ্টা করব মানুষের ইচ্ছাশক্তিকে, মানসিক শক্তি কে জাগিয়ে তুলতে যা তার পরিকল্পনা তৈরিতে সাহায্য করবে লক্ষ্য কে বাস্তবায়িত করতে যেসব ট্রেনিং কোর্স বা আর্থিক সাহায্য প্রয়োজন সে সম্পর্কে  পরামর্শ দিয়ে সাহায্য করা হবে বং স্বনির্ভর যোজনা কে বাস্তবায়িত করতে যেসব সরকারি সাহায্য আছে সে সম্পর্কে জনগণকে অবগত করতে সাহায্য করবে পেশা বা লক্ষ্য নির্ণয় করতে সাহায্য করবে এবং তাকে বাস্তবায়িত করতে সাহায্য করবে 

আমাদের উদ্দেশ্য যাতে ভারতের সকল নাগরিক আর্থিকভাবে সচ্ছল স্বনির্ভর হয়ে সুখের জীবন যাপন করতে পারে যাতে দেশের অর্থনৈতিক কাঠামো সুদৃঢ় হয় এবং ভারত বর্ষ শক্তিশালী সমৃদ্ধশালী এবং বৈভব শালী হয়  

                                                                                                  ভারত মাতার জয় হোক।।

                                                                                                     মাতৃভূমির জয় হোক ।।


আরো পড়ুন:-মহান ব্যক্তিদের সাতটি অভ্যাস , সফলতার সূত্র কিভাবে কাজ করে , আত্মজ্ঞান কি ,

                  সৌভাগ্যবান অথবা দুর্ভাগ্যবান তা জানুন , সফল না হওয়া পর্যন্ত চেষ্টা ছাড়বেন না ,

                  ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে বড় লক্ষ্য প্রাপ্তি করা যায় আকর্ষণ সূত্র , 

 For Motivational Articles In English visit.....     www.badisafalta.com


Post a Comment

1 Comments

  1. Best Places To Bet On Boxing - Mapyro
    Where https://septcasino.com/review/merit-casino/ To Bet On Boxing. It's a sports betting event casinosites.one in 출장샵 which you bet on the outcome of a game. In the febcasino boxing world, each player must decide if or not to

    ReplyDelete