আমেরিকান অ্যাক্টর উইল স্মিথ এর "সফলতার জন্য" দশটি সূত্র(will Smith's 10 rules for success)

 

আমেরিকান অ্যাক্টর উইল স্মিথ এর সফলতার মন্ত্র:-

 উইলস স্মিথ একজন বিখ্যাত আমেরিকান অভিনেতা।  তিনি পাঁচবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এর জন্যে মনোনীত হয়েছেন তিনি দুইবার গ্র্যামি অ্যাওয়ার্ড এবং চারবার একাডেমিয়াওয়ার্ড জিতেছেনআজ তাঁর সফলতার ১০ টি সূত্র শিখবো

 আমেরিকান অ্যাক্টর উইল স্মিথ এর দশটি সফলতার সূত্র:-

1)তিনি  বলেন  আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন বেশিরভাগ লোকই নিজের ভাগ্যের জন্য অন্যকে দায়ী করেন তারা ভাবেন যে আমি দোষী এবং তার জন্য দায়ী অন্য লোক আপনার বিশ্বাসের উপর আপনার সফলতা নির্ভর করে সফলতার প্রথম পদক্ষেপ হলো- আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যেটা চাইছেন করতে সেটা পারবেন আপনি যা চাইছেন তার জন্য যদি আপনি লড়াই না করেন,তাহলে  অসফল হলেও যা আপনি  হারালেন তার জন্য কান্না করার অধিকার আপনার নেই

 

2) আপনি যদি একজন  উল্লেখযোগ্য ব্যক্তি হতে চান, আপনাকে বড় কিছু করতে হবে এবং যেহেতু এটা আপনি চেয়েছেন সেজন্য এটা হওয়া বা এটা করা  আপনার দায়িত্ব  এটা হওয়ার জন্য বা এটা পাওয়ার জন্যে যে কাজ করা দরকার এর জন্য অন্যকে দায়ী করবেন না আপনি যা চান, আপনি হৃদয় দিয়ে যা চেয়েছেন সেটা পাওয়ার জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে

 

3) কোন কাজ করতে গেলে প্লেন “B” রাখার প্রয়োজন নেই, কারণ আপনি যা করতে চাইছেন সেটা ছাড়াও যদি ঐচ্ছিক অন্য কিছু থাকে  থাকে, তাহলে আপনি প্রথম লক্ষ্যের উপর সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে পারবেন না সেই জন্য প্লেন” A” এর বিকল্প  প্লেন “B” রাখার প্রয়োজন নেই শুধুমাত্র প্লেন “A” এর জন্য মনোনিবেশ করুন অন্য কোন রাস্তা যেন না থাকেমানসিক শক্তি একজায়গায় কেন্দ্রীভূত হলে সেটা খুব তাড়াতড়ি ফলপ্রসূ হবে।  সূর্য রশ্মি সাধারণ ভাবে কোনো বস্তু কে জ্বালিয়ে দিতে পারে না, কিন্তু তার শক্তি কে যখন আতশ কাঁচ দিয়ে  এককেন্দ্রীভূত করে রশ্মি কে যখন নির্দিষ্ট বিন্দু তে ফেলা হয় তখন সেটা কাগজ কে বা ঘাস কে আগুন লাগিয়ে দেয়। তেমনি করে যদি সাধারণ মানসিক শক্তি কে এককেন্দ্রীভূত করা হয়, তাহলে সেটা প্রচণ্ড শক্তি তৈরি করে যা আপনাকে সফলতা দেবে।  

 

 4) প্রথাগত কথায় বিশ্বাস করবেন না যা কাজ  কেউ করতে পারেনিকোনো কাজ যদি কেউ করতে পারে নি,  তার অর্থ এই নয় যে কেউ কোনোদিন পারবে না বড় কিছু করতে  পারবেন এমনটা বিশ্বাস করুন এমন কিছু করুন যা এতদিন কেউ পারেনি নিজের উপর বিশ্বাস রাখুন আপনার সফলতার জন্য  দক্ষতা যথেষ্ট নয় সেটা অভ্যাস করার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা কাজ করে যেতে হবে দক্ষতা খনি তে পাওয়া সোনার মতো  কোন কাজে আসে না যতক্ষণ না তার পরিশোধন করা হয়,  যতক্ষণ না তার উপর দক্ষতা প্রয়োগ করা হয় আপনার জীবন ভালো হবে যখন আপনি অন্যের জীবন ভালো করার চেষ্টা করবেন,তখন দেখবেন  আপনার জীবন ভালো হবে

                                      

  Image source:www.starschanges.com

 5)এই  পৃথিবীর অন্যান্য লোকেদের জন্য কিছু ত্যাগ করতে হবে যতই আপনি অন্যের জন্য কাজ করবেন, ততই আপনি সফল হবেন

 

6) ভয়জিনিসটার কোন প্রকৃত অস্তিত্ব নেই, এটা একটা ভ্রম যারা ভবিষ্যৎ নিয়ে নিয়ে ভাবেন তাদের মাথায় এটাআসে  কথা হচ্ছে ভয় হতে পারে কিন্তু যেভাবেই হোক আপনাকে ভয় কে অতিক্রম করে সফলতার দিকে এগিয়ে যেতে হবে সফল ব্যক্তিরা সেটাই করেন অসফল ব্যক্তি এবং সফল ব্যক্তির মধ্যে এটাই পার্থক্য যে, সফল ব্যক্তি ভয় কে দূর করার জন্য কাজ করতে থাকেন যে জিনিসটা জন্য ভয় হয়, তারই ওপর কাজ করতে থাকেন আপনি যা করতে ভয় পান সেটাই করুন, দেখবেন ভয় পালিয়ে যাবে সারা জীবন ধরে লোক আপনাকে পাগলের মত করে তুলবে, আপনাকে অসম্মান করবে, আপনার উপর খারাপ ব্যবহার করবে, এসব ব্যাপারে ভগবানকে ভাবতে দিন, আপনি ভাববেন না এসব ভেবে সময় নষ্ট করলে আপনার ক্ষতি হবে

 7) আপনি নিজের কাজ করে যান আপনার জীবনে আপনার নিকটবর্তী পাঁচ বন্ধু সম্বন্ধে ভাবুন কারণ আপনার সবথেকে ঘনিষ্ঠ যে পাঁচ বন্ধু  রয়েছে, তাদের যেমন স্বভাব চরিত্র তারা তাদের মতোই আপনাকে বানিয়ে নিতে চাইবে সেই জন্য ঘনিষ্ঠ পাঁচ বন্ধু আপনাকে এমন ভাবে পছন্দ করতে  হবে- যারা আপনার লক্ষ্যের সহকারি হয়  আপনার বন্ধুরা যদি ঋনাত্বক স্বভাবের হন তারা আপনাকেও ঋনাত্বক করতে চাইবেযদি আপনি নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে সেই ভাবেই আপনার বন্ধু পরিবর্তন করুন

 

 8) কিছু লোক আছেন যারা অপ্রোজনীয় বস্তু ক্রয় করে টাকা নষ্ট করেন সেই টাকা নষ্ট করেন, যে টাকা তিনি নিজেও রোজগার করেন নি এবং  যদি কিছু ক্রয় করেন সেটাও নিজের খুশির জন্য  নয়, অন্য কে “খুশি ” করার জন্যর অন্যকে খুশি করার জন্য কোন কিছু কিনতে হবে না, বরং অন্যের যেটা অভাব বা প্রয়োজন রয়েছে সেটা পূরণ করতে সহায়তা করুন ধনী ব্যক্তিরা বেশিরভাগ টাকাই নিয়োগ করেন এবং বেঁচে থাকা খুব অল্প অল্প পরিমাণ টাকা দিয়ে বিলাসবহুল বস্তু কিনেন উল্টোদিকে গরিবেরা আগে বিলাসবহুল বস্তু কেন কেনেন এবং খুব অল্প পরিমাণ টাকা রোজগারের উদ্দেশ্যে নিবেশ করেন, অথবা রোজগারের উদ্দেশ্যে টাকা নিবেশ করেন না

 

9) যখন আপনার মনে হবে যে কাজটি খুব বড় বা খুব কঠিন, এমন মনে হলেও কোনো মতে কাজ করতে পিছপা হাওয়া ঠিক নয় যদি আপনাকে দেওয়াল তৈরি করতেই হয়, তাহলে সাধারন দেওয়াল তৈরি নয়, এমন দেওয়াল তৈরি করতে হবে যা কোনদিন কেউ বানায় নি তার অর্থ এমন কিছু করুন যেটা খুব কম লোক করতে পেরেছে বা কেউ করতে পারেনি আপনি যে কাজ এ করুন তার জন্য সহজ কোনো রাস্তা নেই  আপনাকে অনেক কষ্ট করে অনেক শ্রম করে এগিয়ে যেতে হবে আপনি যদি দিনে দিনে আপনার জ্ঞান এবং দক্ষতা বাড়িয়ে না যান, তাহলে কিন্তু আপনি হেরে যাবেন, তাহলে আপনি পরিস্থিতির সাথে হেরে যাবেন নতুন নতুন আইডিয়ার সাথে, নতুন নতুন চিন্তাধারার সাথে এবং নতুন নতুন লোকের সাথে সংযোগ বাড়ানোর আনন্দ আপনাকে শিখতে হবে জীবনে উন্নতি করার একমাত্র উপায় হলো ক্রমাগতভাবে নিজেকে উন্নত করা, নিজের দক্ষতা অন্য করা উন্নত করা, নিজের জ্ঞান উন্নত করা, পরিশ্রম করার ক্ষমতা উন্নত করা

 

10)  99% লোকই জীবনের লক্ষ্য কে সফল করবার জন্য প্রানপন চেষ্টা করেন না আপনাকে সফল হতে গেলে সাময়িক ছোট ছোট আনন্দ কে ত্যাগ করতে হবে, এবং বড় সফলতা কে লক্ষ্য হিসাবে রাখতে হবে এটা কার দোষ অথবা কার জন্য এই ভুলটা হলো, সেটা দেখাটা অতি গুরুত্বপূর্ণ নয়, বরং খারাপ ফলটাকে পরিবর্তন করে ভালো ফলের দিকে নিয়ে আসার জন্য এগিয়ে চলুন

Post a Comment

0 Comments