প্রধানমন্ত্রী কর্মসংস্থান উৎপাদন কর্মসূচি লোন (PMEGP Loan ):-
PMEGP loan :-এটি একটি সাবসিডি লোন প্রোগ্র্যাম যা কর্মসংস্থান তৈরি করার উদ্দেশ্যে নির্মিত। এই লোন জীবনে একবারই
পাওয়া যায়। এটি ব্যবসা করার জন্য একটি subsidy based loan, যাতে লোন এর ক্ষেত্রে কিছু শতাংশ ছাড়
পাওয়া যায়। যিনি ব্যবসা করবার জন্য লোন নেবেন তিনি তাঁর ব্যবসার ৫-১০% নিজে পুঁজি
লাগাবেন এবং বাকি ৯০-৯৫% টাকা ব্যাঙ্ক থেকে লোন হিসাবে পাওয়া যাবে। গৃহীত লোন এর
১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত subsidy পাওয়া যাবে।
আর
যাঁরা কোনো সার্ভিস বা সেবামূলক ব্যবসা যেমন- Computer center, শিক্ষা প্রতিষ্ঠান,ওয়েল্ডিং
সেন্টার, মোটর গাড়ি মেরামত সেন্টার, হোটেল , রেস্টুরেন্ট ইত্যাদি করতে চান তাঁরা পাবেন ১০ লক্ষ টাকা
পর্যন্ত লোন।
কে
পেতে পারেন এই লোন ?
এই
লোন পাওয়ার জন্য নূন্যতম বয়স দরকার আঠারো বছর এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস।
ব্যবসায়ী, ব্যবসার মালিক, কোনো প্রতিষ্ঠান, Co-operative
Society, Charitable Trust এবং Self -Help Group, Societies Registered Under Societies
Registration Act 1860 ইত্যাদি এঁরা এই লোণের জন্য যোগ্য।
কোন
Existing Unit যা কোনো কেন্দ্রীয় অথবা রাজ্য স্তরে
কোনো subsidy loan নেয় নি, তেমন ইউনিট ও এই লোন পাবার যোগ্য।
বিশেষ দ্রষ্টব্য :-meat processing
, Crops Plantation ,Animal
Husbandry এবং নেশাজাত কোনো ব্যবসা যেমন বিড়ি, সিগারেট, বা মাদক জাতীয় দ্রব্যের ব্যবসার জন্য
এই লোন প্রযোজ্য নয়।
কেন
এই স্কিম চালু করা হয়েছে ?
1) গ্রামীণ এবং শহরাঞ্চলে যাতে ক্ষুদ্র বা
মাঝারি শিল্প গড়ে ওঠে এবং প্রত্যেক ভারতীয় নাগরিক যেন রোজগার এর ব্যবস্থা পান এবং
সেই উদ্দেশ্যে এই Programme টি চালু করা হয়েছে।
২)যুবক
যুবতী রা যাতে রোজগার এর ব্যবস্থা গড়ে তুলতে পারেন এবং অল্পশিক্ষিতারাও রোজগার এর
ব্যবস্থা খুঁজে পান সেই উদ্দেশ্যে এই প্রকল্প নির্মাণ করা হয়েছে এ ছোট ছোট শিল্পী ভবিষ্যৎ বড় আকার
নেবে এবং ভারতের অর্থনীতি কে সুদৃঢ় করবে।
কে
কত লোণের সাবসিডি পাবেন?
এই
লোন গ্রামীণ বাসিন্দা হলে সাধারণ শ্রেণী হলে মোট লোণের উপর 25% পর্যন্ত ছাড় পাবেন। এবং SC/ST/O.B.C ক্যাটাগরি হলে 35% পর্যন্ত ছাড় পাবেন।
এবং শহরাঞ্চলের বাসিন্দা হলে সাধারণ শ্রেণী মোট লোণের উপর 15% ছাড় পাবেন এবং SC/ST /O.B.C ক্যাটাগরি হলে 25% পর্যন্ত ছাড় পাবেন।
PMEGP লোন এর সুদের হার কত হবে ?
PMEGP লোণের সুদের হার বিভিন্ন ব্যাঙ্ক এ
বিভিন্ন রকম হয়। তবে সুদের হার মোটামুটি 11 -12% এর কাছাকাছি থাকে। এছাড়া আবেদকের
নিজস্ব প্রোফাইল, Banking stability
এবং
Project cost এর উপর সুদের হার কম-বেশ হয়।বিভিন্ন
ধরনের ব্যাঙ্ক যেমন SBI,
Bank of
Boroda, ব্যাঙ্ক
অফ ইন্ডিয়া, Canara ব্যাঙ্ক,
ICICI Bank, HDFC ব্যাঙ্ক,
Kotak Mahindra Bank ইত্যাদি সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক
এবং Non Banking
Financial Company থেকেও এই লোন পাওয়া যায়।
আবেদনের
জন্য যা যা প্রয়োজন :-
1) Project Report
2) Pan
Card
3) Aadhar Card
4) Educational qualification certificate
5) Identity
and Address proof
6)Special Category certificate, if required
7) Certificate of
Entrepreneurship
Development Programme
8)
Certificate for ST/SC/O.B.C/Minority/Ex- Service man /PHC
9) Any Technical Certificate
কিভাবে
আবেদন করবেন ?
প্রথমে
PMEGP র অফিসিয়াল ওয়েবসাইট এ যান। https://www.kviconline.gov.in/pmegpeportal/pmegphome/index.jsp এই লিংক এ গিয়ে অনলাইন আবেদন করুন। এককভাবে আবেদন এর জন্য Online Application
For individual এ ক্লিক করুন। আবেদন পত্র এর ডান দিকে আবেদন পত্র পূরণের জন্য Guideline দেওয়া আছে।
আবেদন
পত্রে নিজস্ব তথ্যাদি পূরণের পর সেটা Save করুন। Application ‘save’
করার
পর প্রয়োজনীয় Document সমূহ ‘Upload’ করুন।
Application সম্পূর্ণ করে ‘submit’ করা হয়ে গেলে আবেদনের ID নম্বর এবং Password আপনার দেওয়া মোবাইল নম্বর এ চলে যাবে।
এবার
আপনি আবেদনপত্র টির print কপি বের করে নিন এবং সমস্ত document এর copy এবং Original document
নিয়ে
সাত দিনের মধ্যে DIC(District Industrial Center) এ যোগাযোগ করুন।
DLTFC (District Level
Task Force Committee ) আপনার আবেদন পত্র,
project report, এবং
সমস্ত document দেখে আপনার লোণের evaluation করবেন। টাস্ক ফোর্স দ্বারা লোন মঞ্জুর হয়ে গেলে লোন পাওয়ার জন্য কোনো
collateral security লাগবে না । প্রজেক্ট sanction হয়ে গেলে ব্যাঙ্ক First installment
finance করবার পূর্বে ব্যাঙ্ক State বা Regional
office অৰ্থাৎ KVIC /KVIB / State
DIC কে দিয়ে Candidate কে EDP(Entrepreneurial
Development) ট্রেনিং করানোর জন্য বলবে। যদি EDP করানো না হয় তাহলে লোন এ subsidy পাওয়া যাবে না।
নিচে Online Application for individual applicant এর Application এর sample copy দেওয়া হলো:-
আরো পড়ুন:-ব্যবসার জন্য মুদ্রা লোন PMMY Loan , আপনার অভ্যন্তরীণ ক্ষমতা কে জাগান ,
চিন্তন করুন এবং সফল হন , কেন করবেন ? সেটা জেনে তবেই কাজটি করুন ,
জীবনে কম্পাউন্ড ইফেক্ট এর প্রভাব , বাধার মধ্যে দিয়ে পেরিয়েই সফলতা আসে ,
অহংকার হলো চরম শত্রু , আত্মজ্ঞান কি, আকর্ষণ সূত্র , শ্রীমদ্ভাগবত গীতা সার ,
For Motivational Articles In English visit.....www.badisafalta.com
0 Comments